(বুয়েট) এর ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
(বুয়েট)বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৫ অক্টোবরের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার তারিখ ছাড়া বুয়েটের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট অন্য সব তারিখ অপরিবর্তিত থাকবে। বুয়েটের একাডেমিক কাউন্সিলের ৪৪৭তম জরুরি অধিবেশনে শনিবার ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য) শফিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।
ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৮ সেপ্টেম্বর। কেবল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরীক্ষার পরিবর্তিত তারিখের সঙ্গে সমন্বয় করা হবে। গত ৩১ আগস্ট সকাল থেকে বুয়েটে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবং সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন ও আবেদন ফি জমা দেওয়া যাবে। ১ থেকে ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বুয়েটের রেজিস্ট্রার কার্যালয়ে ই, টি, আর ও এস-চিহ্নিত আবেদনপত্র সরাসরি জমা দেওয়া যাবে।
আবেদনকারীদের মধ্য থেকে প্রথম ১২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এবার ১২টি বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে মোট ১ হাজার ৬০ জন শিক্ষার্থী ভর্তি করবে বুয়েট। আবেদন করতে হলে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম জিপিএ–৪ থাকতে হবে। এছাড়া গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি ও বাংলা বিষয়ের প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ২২ দশমিক ৫০ হতে হবে।
(বুয়েট) এর ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
Reviewed by Zulia Akter
on
September 19, 2019
Rating:

No comments: