Breaking News
Loading...

বাংলাদেশ ডাক বিভাগের অভ্যন্তরীন ডাক সেবাসমূহ



বাংলাদেশ ডাক বিভাগের অভ্যন্তরীন ডাক সেবাসমূহ



চিঠিপত্র
পোস্টকার্ড
পার্সেল
খবরের কাগজ সাময়িকী
বই / প্যাকেট
নমুনা
.    বিলির সময় : - দিন, গন্তব্যের দূরত্ব যোগাযোগের উপর নির্ভরশীল।

.   নিবন্ধনকৃত ডাকদ্রব্য অধিক নিরাপদে পৌঁছায়।

.    মাশুল: ডাক দ্রব্য প্ররণের জন্য ডাক টিকিটের অতিরিক্ত .০০ টাকা নিবন্ধন মাশুল ধার্য করা আছে।

.    নিবন্ধন যখন বাধ্যতামূলক-
কোন পার্সেলের ওজন কিলোগ্রামের বেশি হলে এবং বিমান পার্সেল হলে।
যে কোন বীমা পার্সেলের ক্ষেত্রে।
শুল্ক ছাড়পত্র যেখানে প্রযোজ্য সে সকল ক্ষেত্রে
যে কোন ডাকটিকিট সংবলিত দ্রব্য বা লেবেল যুক্ত দ্রব্যের ক্ষেত্রে।
কোন দ্রব্য যদি নিবন্ধন বা অন্য কোন শর্ত অথবা ধরনের কোন শব্দ বহন করে।
যে কোন মূল্য পরিশোধযোগ্য (ভি. পি.) দ্রব্যের ক্ষেত্রে।




বাংলাদেশ ডাক বিভাগের অভ্যন্তরীন ডাক সেবাসমূহ বাংলাদেশ ডাক বিভাগের অভ্যন্তরীন ডাক সেবাসমূহ Reviewed by Zulia Akter on September 22, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.