How to payment XI Class Admission fee by bKash (কিভাবে বিকাশের মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তির আবেদন ফি পরিশোধ করবেন)
How to payment XI Class Admission fee by bKash
(কিভাবে বিকাশের মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তির আবেদন ফি পরিশোধ করবেন)
আবেদনের ফি প্রদান পদ্ধতি
ইন্টারনেটে
আবেদনের পূর্বে শিক্ষার্থীকে নগদ/সোনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/রকেট এর
মাধ্যমে। প্রার্থীকে তার এসএসসি/সমমানের পরীক্ষার বোর্ড, রোল নম্বর
এবং পাসের সন ব্যবহার করে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ফি প্রদান করতে হবে।
বিকাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ
ধাপ-১: প্রথমেই
বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন ।
ধাপ-২: এরপর
শিক্ষাপ্রতিষ্ঠান ট্যাপ করে XI Class Admission সিলেক্ট করুন ।
ধাপ-৩: তারপর
বোর্ডর নাম, পাশের
বছর সিলেক্ট করে রোল নাম্বার এবং মোবাইল
নাম্বার ।
ধাপ-৪: ফি-এর পরিমাণ চেক করে পরের ক্রিনে যেতে ট্যাপ করুন ।
ধাপ-৫: এবার
আপনার বিশ একাউন্টের পিন কোত নাম্বার দিন ।
ধাপ-৬: সবশেষে
ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই ‘পে-বিল’ লেনদেনটি সম্পন্ন হবে।
ধাপ-৭: আপনার
মোবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের
ডিজিটাল রিসিট ।
![]() |
| XI class addmission payment system by bKash APP |
Reviewed by Zulia Akter
on
August 08, 2020
Rating:



No comments: