BADC Published Job Circular 2020 for the post of Cashier – বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশেনের ক্যাশিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
BADC Published Job Circular 2020 for the post of Cashier –
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশেনের ক্যাশিয়ার পদে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদের নাম ও বেতন স্কেল :
ক্যাশিয়ার – (১০,২০০ - ২৪,৬৮০)
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা পাশ
যে সকল বিভাগ/জেলার প্রার্থীদের আবেদন প্রয়াোজন নেই : মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর,নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, পঞ্চগড়, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
এই নিয়াোগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশাোধন, সংযাোজন (যদি থাকে) বিএডিসির নিজস্ব ওয়েবসাইটে (www.badc.gov.bd) পাওয়া যাবে।
২২ জুলাই ২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযাোদ্ধা/ শহিদ মুক্তিযাোদ্ধার পুত্র-কন্যার এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। এসএসসি সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযাোগ্য নয়।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত ApplicationForm সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযাোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযাোদ্ধা / শহিদ মুক্তিযাোদ্ধার পুত্র-কন্যার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
Onlineএ আবেদন করতে কোন সমস্যা হলে vas.query@teletalk.com.bd ই-মেইলে যাোগাযোগ করতে হবে।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Onlineএ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২২ জুলাই ২০২০ খ্রি: সকাল ১০:০০ টা।
ii. Onlineএ আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ আগস্ট ২০২০ খ্রি: তারিখ বিকাল ৫:০০টা।
পরীক্ষার ফি বাবদ ৫০০/(পাঁচশত) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য,“Onlineএ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।
Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel ও সদ্য তাোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) pixel
BADC Published Job Circular 2020 for the post of Cashier – বাংলাদেশ কৃষি
উন্নয়ন কর্পোরেশেনের ক্যাশিয়ার পদে নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশ,
Recent Govt Job Circular2020, Govt Job Circular 2020 for the post of Cashier,
![BADC Published Job Circular 2020 for the post of Cashier – বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশেনের ক্যাশিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5Ct1LN-re4M_zsNP07dEi3pDu2aC26CskN8UwQaZI5dE71CvmyqNFraY7Y7YXWL47qDQBxuu4GqV2humrr2rtyidhF37j-t3ez6rkHOPw6H3rGP82TFfMOtKZb-N7BkFlPPtDCfrmh34/s72-c-d/job+post+3.+1.jpg)
No comments: