HSC (XI) Admission Circular 2020-21 and Online Application System
একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ৯ অগাষ্ট হতে ২০ অগাষ্ট ২০২০ ইং পর্যন্ত গ্রহণ করা হবে।
শুধু (১৫/০৮/২০২০ জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টারবন্ধ থাকবে)।
শিক্ষার্থীরা এইচএসসি ভর্তি 2020 এর জন্য ন্যূনতম ৫কলেজ এবং সর্বাধিক ১০ কলেজ পছন্দ করতে পারবে। যেখানে গত বছর ছিল ৫ টি কলেজ। মেধা এবং পছন্দক্রম অনুসারে শিক্ষার্থী নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত হবে।
ভর্তির আবেদন ফরমের টাকা পরিশোধের জন্য আবেদনকারীগণ নিম্নবর্ণিত পেমেন্ট অপারেটরের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবে।
1. Nagad
2. Sonali Bank
3. Teletalk
4. bkash
5. Sure Cash
6. Rocket
এসএমএসের মাধ্যমে আবেদন করলে ১২০ টাকা পরিশোধ করতে হবে এবং অনলাইন সার্ভিসের মাধ্যমে আবেদন করলে ১৫০ টাকা পরিশোধ করতে হবে ।
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ২৫/০৮/২০২০ (মঙ্গলবার রাত ৮:০০ টায়)।
শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) ২৬/০৮/২০২০ (বুধবার) থেকে ৩০/০৮/২০২০ (রবিবার রাত ৮:০০ পর্যন্ত)
২য় পর্যায়ের আবেদন গ্রহণ ৩১/০৮/২০২০ (সোমবার) থেকে ০২/০৯/২০২০(বুধবার রাত ৮:০০ পর্যন্ত)
২য় পর্যায়ের আবেদনের ফলপ্রকাশ ০৪/০৯/২০২০ (শুক্রবার রাত ৮:০০ টায়)।
৩য় পর্যায়ের আবেদন গ্রহণ ০৭/০৯/২০২৩ (সোমবার) থেকে ০৮/০৯/২০২০ (মঙ্গলবার)।
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১০/০৯/২০২০ (বৃহস্পতিবার রাত ৮:০০ টায়)।
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ ০৪/০৯/২০২০ (শুবার রাত ৮:০০ টায়)
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ ১০/০৯/২০২০ (বৃহস্পতিবার রাত ৮:০০ টায়)
২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) ০৫/০৯/২০২০ (শনিবার) থেকে ০৬/০৯/২০২০ (রবিবার বিকাল ৫: ০০ পর্যন্ত) |
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ( শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) ১১/০৯/২০২০ (শুক্রবার) থেকে ১২/০৯/২০২০ (শনিবার রাত ৮ :০০ পর্যন্ত)
কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ ১৩/০৯/২০২০ (রবিবার সকাল০৮:০০ টায়)
ভর্তি কার্যক্রম শুরু হবে ১৩/০৯/২০২০ (রবিবার) থেকে ১৫/০৯/২০২০ (মঙ্গলবার) পর্যন্ত।
করোনাভাইরাস মহামারির মধ্যে কয়েক মাস ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিভিন্ন শ্রেণিতে ভর্তি কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম পিছিয়ে পড়ছে। এজন্য শীঘ্রই কলেজে (এইচএসসি) ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ এইচএসসি অনলাইন ভর্তি প্রক্রিয়া সারা দেশের সকল সরকারী ও বেসরকারী কলেজের জন্য এবং মাদ্রাসা (আলিম) এ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে বলে গত বৃহস্পতিবার
(৯ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-১০ আসনের শফিউল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।তিনি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তবে নীতিমালার আলোকে খুব শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু হবে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২০২০ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, ফলাফলের তারিখটি বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক ৩১ মে ২০২০ প্রকাশের ঘোষণা করা হয়েছিল এবং সফল শিক্ষার্থীরা সেশনের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক এ ও মাদ্রাসা (আলিম) এ ভর্তি হতে পারবে ।
HSC (XI) Admission Circular 2020-21 and Online Application System
Reviewed by Zulia Akter
on
July 22, 2020
Rating:
No comments: