Breaking News
Loading...

প্রসূতিকালীন মহিলা শ্রমিকের কর্মে নিয়োগ নিষিদ্ধ, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯

প্রসূতিকালীন মহিলা শ্রমিকের কর্মে নিয়োগ নিষিদ্ধ, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
তৃতীয় অধ্যায়

প্রসূতি কল্যাণ সুবিধা
 
২৯   () কোনো মালিক তাহার প্রতিষ্ঠানে কোনো মহিলা শ্রমিককে তাহার সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী (আট) সপ্তাহের মধ্যে কোনো কাজ করাইতে পারিবেন না

() কোনো মহিলা শ্রমিক কোনো প্রতিষ্ঠানে তাহার সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী (আট) সপ্তাহের মধ্যে কোনো কাজ করিতে পারিবেন না

() কোনো মালিক কোনো মহিলা শ্রমিককে এমন কোনো কাজ করিবার জন্য নিয়োগ করিতে পারিবেন না যাহা দুষ্কর বা শ্রম-সাধ্য অথবা যাহার জন্য দীর্ঘক্ষণ দাঁড়াইয়া থাকিতে হয় অথবা যাহা তাহার জন্য স্বাস্থ্য হানিকর হইবার সম্ভাবনা থাকে, যদি তাহার এই বিশ্বাস করিবার কারণ থাকে, অথবা যদি মহিলা শ্রমিক তাহাকে অবহিত করিয়া থাকেন যে, ১০ (দশ) সপ্তাহের মধ্যে তাহার সন্তান প্রসব করিবার সম্ভাবনা আছে অথবা পূর্ববর্তী ১০ (দশ) সপ্তাহের মধ্যে সন্তান প্রসব করিয়াছেন
প্রসূতিকালীন মহিলা শ্রমিকের কর্মে নিয়োগ নিষিদ্ধ, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ প্রসূতিকালীন মহিলা শ্রমিকের কর্মে নিয়োগ নিষিদ্ধ, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ Reviewed by Shohag on December 03, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.