জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বাংলা পরীক্ষার ২০১৯ সাজেশন
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বাংলা পরীক্ষার ২০১৯ সাজেশন
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)
পরীক্ষার বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক
বোর্ড (এনসিটিবি)। ২০১৮ শিক্ষাবর্ষ থেকেই ১০০ নম্বরের বাংলা পরীক্ষা হবে বলে ঘোষণা দেওয়া
হয় । নম্বর কমানোর পর পরীক্ষার প্রশ্ন
কেমন হবে তা নিয়ে
যেন শিক্ষক ও শিক্ষার্থীরাদের মধ্যে কোন আতঙ্ক কাজ না করে এবং
তারা যেন প্রশ্ন সম্পর্কে জানতে পারে সে লক্ষ্যেই নমুনা প্রশ্ন
প্রকাশ করা হয়েছে। এই নমুনা প্রশ্ন প্রকাশ করায় শিক্ষার্থীরা ভালভাবে তাদের
(জেএসসি) পরীক্ষার প্রস্তুতি নিতে
পারবে বলে আশা করা যায় ।
এই নমুনা অনুযায়ী চলতি বছর থেকে জেএসসি
ও জেডিসির প্রশ্নপত্র তৈরি করবে শিক্ষাবোর্ডগুলো ।
পরীক্ষা
হবে ১০০ মার্ক এর ।
গদ্যাংশ অংশে ৩টি প্রশ্ন থাকবে যেকোন
২টির উত্তর দিতে হবে ।
পদ্যাংশ অংশে ৩টি প্রশ্ন থাকবে যেকোন ২টির উত্তর দিতে হবে।
নির্মিত অংশে সারাংশ ও সারমর্ম থাকবে যেকোন
১টির উত্তর দিতে হবে ।
ভাবসম্প্রসারন ২টি থাকবে ১টির
উত্তর দিতে হবে ।
২টি পত্র থাকবে ১টির উত্তর দিতে হবে
।
৩ টি প্রবন্ধ থাকবে
১টির উত্তর দিতে হবে ।
এবং সর্বশেষ ৩০ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৩০ টির ই উত্তর দিতে হবে ।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বাংলা পরীক্ষার ২০১৯ সাজেশন
Reviewed by Shohag
on
September 17, 2019
Rating:

No comments: