Breaking News
Loading...

All information of SSC Exam 2020 (২০২০ সালের এসএসসি পরীক্ষার সকল তথ্য )

All information of SSC Exam 2020   (২০২০ সালের এসএসসি পরীক্ষার সকল তথ্য )


All information of SSC Exam 2020   (২০২০ সালের এসএসসি পরীক্ষার সকল তথ্য )



(SSC =SECONDARY SCHOOL CERTIFICATE) বা মাধ্যমিক স্কুল প্রশংসাপত্র । যে শিক্ষার্থীরা 10 টি গ্রেডে সফলতার সাথে 

অধ্যয়ন শেষ করেছে, তাদের সরকারী জারি করা প্রশংসাপত্র পেতে এসএসসি পরীক্ষা দিতে হবে। প্রতি বছর এসএসসি 

পরীক্ষায় অংশগ্রহনের সংখ্যা বাড়ছে । এটি সরকারের সাক্ষরতার হারকে ত্বরাণ্বিত করছে ।

২ ফেব্রুয়ারি ,২০২০ সাল রোজ রবিবার ,  দশটি শিক্ষা বোর্ড এবং একটি মাদ্রাসা শিক্ষাবোর্ডে একযোগে সারা 

দেশে এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ।

১. ঢাকা শিক্ষা বোর্ড

২.দিনাজপুর শিক্ষা বোর্ড

৩.চট্টগ্রাম শিক্ষা বোর্ড

৪.কুমিল্লা শিক্ষা বোর্ড

৫.যশোর শিক্ষা বোর্ড

৬.রাজশাহী শিক্ষা বোর্ড

৭.সিলেট শিক্ষা বোর্ড

৮.মাদ্রাসা শিক্ষা বোর্ড

৯.কারিগরি শিক্ষা বোর্ড

১০.ডিআইবিএস বোর্ড


শিক্ষামন্ত্রী ডাঃ দিপু বলেছেন, এসএসসি পরীক্ষায় সর্বমোট ১,০০,১০২ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে । এবার 

২৮,৬৮৮২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২,১৩৫,৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। তাদের মধ্যে ১,0০,৪৪১ শিক্ষার্থী পুরুষ 

এবং ১,০৬৪৬৪,৯৯২ জন মহিলা, ”শিক্ষামন্ত্রী ড। দিপু মনি  গত বৃহস্পতিবার শিক্ষা  মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে এক 

প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন । 

ডাঃ দিপু মনি জানান, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১,০০,১০২ জন শিক্ষার্থী অংশ নেবেন।

 শিক্ষার্থীদের মধ্যে ৮২২,৬৬১১ জন পরীক্ষার্থী পুরুষ এবং ৮৭৭৭,৪৪১ জন মহিলা,

প্রায় ৩১০,১২২ জন ছাত্র দাখিল পরীক্ষায় অংশ নেবে এবং এসএসসি (ভোকেশনাল)  পরীক্ষায় ১২৫,০৯৯ জন শিক্ষার্থী

 অংশ নেবেন।  বিএসএস সূত্রে জানিয়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে অতিরিক্ত ২০ মিনিটের সময় দেওয়া 

হবে; অটিজম সহ পরীক্ষার্থীদের 30 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের অবশ্যই 

পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে তাদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

Schedule or Routine of Secondary School Certificate Examination for 2020 (২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি)

All information of SSC Exam 2020 (২০২০ সালের এসএসসি পরীক্ষার সকল তথ্য ) All information of SSC Exam 2020 (২০২০ সালের এসএসসি পরীক্ষার সকল তথ্য ) Reviewed by Zulia Akter on September 02, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.